ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংলাপে সমাধান ছাড়া তফসিল ঘোষণা করা যাবে না: মান্না  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সংলাপে আমাদের দেওয়া সাত দফা দাবির ভিত্তিতে কথা হবে। সেই দাবির মধ্যে খালেদা জিয়ার মুক্তির কথাও আছে। আমাদের সঙ্গে যে সংলাপ শুরু হয়েছে, তার সমাধান করা ছাড়া আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না।’     

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে খালেদা জিয়ার সাজা বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অন্যায়ের মাধ্যমে তারা ক্ষমতায় আছে। আরও অন্যায় করে ক্ষমতায় থাকতে চায়। সরকার এতদিন বলে আসছে সংলাপ হবে না। কিন্তু জনগণের ও বন্ধুদের চাপে সংলাপ করতে তারা বাধ্য হয়েছে।’

খালেদা জিয়ার সাজা বৃদ্ধি ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রসঙ্গ টেনে মান্না বলেন, ‘সরকার যত কিছুই করুক না কেন, আগামী সাত দিনের মধ্য সবকিছু ধুলোয় মুছে যাবে। খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচন করবেন, কিন্তু সেই নির্বাচন হবে না।’

গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আবদুল মঈন খান, মির্জা আব্বাস প্রমুখ।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি